সাক্ষাৎকার

রাণীশংকৈলে ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত

  admin ২৫ অক্টোবর ২০২৪ , ১:৩২ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব, সংবাদদাতা,রাণীশংকৈল, ঠাকুরগাঁও\ রাণীশংকৈলে ৫ নং বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য তুলা রামকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন— ২০০৯ এর ৩৪(৪) (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পহেলা ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। জানাগেছে ইউপি সদস্য তুলা রাম অষ্টম শ্রেণী পড়ুয়া ১৪ বছরের ছাত্রীকে বাল্য বিবাহ করে স্থানের সরকার আইনে এ অপরাধ সংঘটিত করেন।