জাতীয়

রাণীশংকৈলে কুলিক নদীতে বৃদ্ধার লাশ উদ্ধার

  admin ২৫ অক্টোবর ২০২৪ , ১:২৪ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও\ রাণীশংকৈলে সোমবার সকালে বাকসা সুন্দরপুর কুলিক নদী থেকে রেজিয়া বেগম (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত. রেজিয়া বেগম উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘড়িয়া গ্রামের মৃত. আব্দুস সামাদের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, বাকসা সুন্দরপুর এলাকার এক কৃষক নদীর পাড়ে ধান কাটতে গিয়ে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে সোশ্যাল মিডিয়া সহ বিষয়টি বিভিন্ন ভাবে জানাজানি হলে মৃত. রেজিয়া বেগমের ছেলে আকতারুল ইসলাম ও রফিকুল গিয়ে তার মায়ের লাশ সনাক্ত করেন। মৃত. রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম জানায়, তার মা দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন রোগী এবং সে দীর্ঘদিন থেকেই এলাকায় ভারসাম্যহীন ভাবেই ঘোড়াঘুড়ি করছিলেন। রফিকুল ইসলাম আরো জানায়, ‘মা রবিবার সন্ধ্যায় বাড়িতে না ফেরাই তাকে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। পরে সকালে নদীতে মৃত. অবস্থায় দেখতে পাই’। রাণীশংকৈল থানা ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশটির পরিচয় পাওয়া গেলে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এডিএম এর অনুমতি সাপেক্ষে তার দুই ছেলের নিকট লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে’।