জনমত

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

  admin ২৫ অক্টোবর ২০২৪ , ১:১০ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁওঃ রাণীশংকৈলে মাদক রাখার দায়ে সুশান্ত রায় (২৮) নামে এক যুবকের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৯ টার দিকে রাণীশংকৈল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত সুশান্ত রায় পার্শ¦বর্তী পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর দুর্গাপুর গ্রামের দীনেজ চন্দ্র রায়ের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রাণীশংকৈল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ বাসায় ফিরছিলেন। এসময় রাণীশংকৈল—পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার এলাকার কাছে ব্রিজের উপর কয়েকজন যুবককে দেখতে পান। তাদের আচরণে সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এসময় তারা সুশান্ত রায়ের কাছে ৬ পিচ ইয়াবা দেখতে পান। পরে এলাকাবাসীর সহযোগিতায় প্রশাসনকে খবর দিলে ঘটনা স্থলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানের নেতৃত্বে, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযুক্ত সুশান্ত রায় ও সন্দেহভাজন আরো দুজনকে আটক করা হয়। আটকের পর সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। পরে সুশান্ত রায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।