admin ২৫ অক্টোবর ২০২৪ , ১:১৩ পিএম প্রিন্ট সংস্করণ
নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁওঃ রাণীশংকৈলে শুক্রবার বিকেলে নেকমরদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে মেডিকেল অফিসারগণের সাথে স্থানীয় পল্লী চিকিৎসকদের চিকিৎসা সেবায় সচেতনতামূলক মতবিনিময় সভা হয়েছে। সভায় নেকমরদ বড় পুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাফ হোসেন, ডাঃ জাকের হোসেন সরকার, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ মুনসুর আলম, ডাঃ এরসাদুল ইসলাম, ডাঃ কামরুন নাহার মেরিন, নেকমরদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রাজু, জেলা জামাতের শূরা ও কর্মপরিষদ সদস্য শাহ জালাল জুয়েল প্রমুখ। ওই সময় বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।