অপরাধ

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যা

  admin ২৫ অক্টোবর ২০২৪ , ১:০৮ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁওঃ রাণীশংকৈলে মনোয়ারা বেগম (৩৮) নামে এক গৃহবধু পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালের দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী বগুড়া পাড়া গ্রামে। মৃত মনোয়ারা বেগম ওই গ্রামের বুলুর স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য তুলা রায় জানান, মনোয়ারা বেগম শনিবার দিবাগত মধ্য রাতে বাবার বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন ও স্থানায়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে তাকে মৃত্যু হয়। মনোয়ারা বেগম দুই সন্তানের জননী স্বামী সহ ঢাকায় থাকতেন। কিছুদিন আগে ঢাকা থেকে বাবার বাড়িতে আসেন। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, মনোয়ারা বেগমের মরদেহ বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।