admin ২৫ অক্টোবর ২০২৪ , ১:১৫ পিএম প্রিন্ট সংস্করণ
নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁওঃ রাণীশংকৈলে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের এক বিঘা জমির শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট নতুন বাড়ি এলাকার কৃষক তসিরদ্দিনের ক্ষেতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক তসিরদ্দিন বলেন, ‘আমি বাড়ির পাশে মাহমুদুল হাসান মুকুলের ১ বিঘা (৩৩ শতাংশ) জমি বর্গা নিয়ে ১৪০ টি লাউ গাছ লাগাই। অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে তুলেছি। সকালে লাউ ক্ষেতে গিয়ে দেখি প্রায় সবগুলো গাছের গোড়া কাটা। রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে। এতে আমার প্রায় এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি একজন কৃষক, কৃষি কাজ করেই আমার সংসার চলে। আমি এখন কীভাবে সংসার চালাব, দুশ্চিন্তায় আছি। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।’ স্থানীয়রা জানায়, সংসারে সচ্ছলতা আনতে অন্যের জমি বর্গা নিয়ে অনেক কষ্ট করে দু’মাস আগে ১ বিঘা জমিতে লাউয়ের চারা রোপণ করেন কৃষক তসিরদ্দিন। কে বা কারা রাতের অঁাধারে তার লাউ গাছগুলো কেটে দিয়েছে। আমরা এর সঠিক বিচার দাবী করছি। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।